১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: দৈনিক শিক্ষাবার্তা।

0
376
১৭তম শিক্ষক নিবন্ধনের ফল প্রকাশ

১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হয়েছে। এই পরীক্ষায় পাস করেছেন ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। এতে পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।

বুধবার রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ফল প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।

এনটিআরসিএ-এর সদস্য (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) এ বি এম শওকত ইকবাল শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রিলিমিনারি টেস্টে স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ১৭৮ জন পরীক্ষার্থী নিবন্ধন সনদ অর্জনের জন্য আবেদন করেন। উক্ত প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন।

তারমধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন এবং কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।

উল্লেখ্য, উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা স্কুল-২ পর্যায়ে ১৫ হাজার ৩৭৯ জন, স্কুল পর্যায়ে ৬২ হাজার ৮৬৪ জন এবং কলেজ পর্যায়ে ৭০ হাজার ১৯৩ জনসহ মোট ১ লাখ ৫১ হাজার ৪৩৬ জন। ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে গড় পাসের হার ২৪ দশমিক ৮৯ শতাংশ।