শূন্য পাস করা

চলতি বছর এসএসসি পরীক্ষায় শূন্য পাস করা নয়টি স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তালিকা সংগ্রহের কাজ শুরু হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের কাছে এসব স্কুলের তালিকা চেয়েছে।

এ প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে। শূন্য পাস করা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের এমপিও স্থগিত ও ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বাতিল হতে পারে। তবে, শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসেনি শিক্ষা মন্ত্রণালয়। সংশ্লিষ্ট একটি সূত্র দৈনিক শিক্ষাবার্তা কে এ তথ্য নিশ্চিত করেছেন।

তথ্য সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠি পাঠিয়ে শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর তালিকা চাওয়া হয়েছে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের কাছে। তিন কর্মদিবসের মধ্যে শূন্য পাস করা প্রতিষ্ঠানের তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখায় পাঠাতে বলা হয়েছে বোর্ড চেয়ার‌ম্যানদের। গতকাল সোমবার ওই শাখার উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিটি সাধারণ শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, শূন্য পাস বা কেউ পাস করতে না পারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হতে পারে। এ ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের এমপিও স্থগিত ও ননএমপিও প্রতিষ্ঠানের একাডেমিক স্বীকৃতি ও পাঠদানের অনুমতি বাতিল হতে পারে। আগেও একই ধরনের ব্যবস্থা নেয়া হয়েছিলো।

জানতে চাইলে উপসচিব মো. মিজানুর রহমান বলেন, শূন্যপাস করা স্কুলগুলোর তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা বোর্ডগুলোর কাছে চাওয়া হয়েছে। তবে, এ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশের ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেনি। কেউ পাস করতে না পারা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ৯টি সাধারণ স্কুল ও ৪১টি মাদরাসা ছিলো। তবে শূন্য পাসের তালিকায় কোনো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নেই। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে এই বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশ দিয়েছেন।