শিরোপা জড়িয়ে ঘুমালেন মেসি

অনলাইন ডেস্ক: দৈনিক শিক্ষাবার্তা।

0
378
শিরোপা জড়িয়ে ঘুমালেন মেসি
বিছানায় ট্রফি কোলে নিয়ে ঘুমিয়ে আছেন মেসি। ছবি: মেসির ফেসবুক পেজ থেকে নেওয়া।

রাতে শিরোপা জড়িয়ে ঘুমালেন লিওনেল মেসি, এমন একটি ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিশ্বকাপ শিরোপা নিয়ে চলছে লিওনেল মেসিদের উচ্ছ্বাস। কেন মেসি ক্লাব ক্যারিয়ারে সব জেতার পরও একটি বিশ্বকাপ জয়ের আশায় খেলে গেছেন। কোন কষ্টে তিনি অবসর নিয়েছিলেন, সেই অবসর ভেঙে জাতীয় দলের জার্সি পরেছেন পুনরায় তা লিও’র শিরোপা উৎসব দেখেই বোঝা যায়!

বিশ্বকাপ জয়ের পরই মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল গ্রহণ করতে যান। ফেরার সময়ই তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে পরম আবেগে, পরম মায়ায় শিরোপা স্পর্শ করে চুমু খান তিনি। এরপর সর্তীথদের সঙ্গে, পরিবারের সঙ্গে শিরোপা নিয়ে উৎসব করেছেন।

শিরোপা জড়িয়ে ঘুমালেন মেসি
ছবি: মেসির ফেসবুক পেজ থেকে নেওয়া।

দর্শকদের সঙ্গে শিরোপা উৎসব করেছেন। তাতেই শেষ নয় লুসাইল স্টেডিয়াম থেকে ছাদ খোলা বাসে শিরোপা নিয়ে ভক্তদের সঙ্গে উদযাপন করেছেন তারা। এরপর জনসমুদ্রে পরিণত হওয়া বুয়েন্স এইরেসে শিরোপা নিয়ে ছাদ খোলা বাসে উল্লাস করেছেন মেসিরা। তার আগে বিমানে শিরোপা নিয়ে দেওয়া তার পোজ সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছ।

এর মধ্যে আরও একটি ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভক্তদের মন জয় করেছে। তা হলো- বিছানায় রাতে শিরোপা জড়িয়ে ঘুমালেন লিওনেল মেসি। তিনটি ছবির অন্যটি হলো শিরোপা কোলে বসে আছেন তিনি। যেন বিশ্বকাপ ট্রফি নয় ওটা তার সন্তান। সঙ্গে হাসির ইমোজি দিয়ে ছোট্ট একটা ক্যাপশন দিয়েছেন, ‘শুভ সকাল’।