আর মাত্র কয়েকঘণ্টা বাকি। রাত পোহালেই শুরু কাতার বিশ্বকাপ ফুটবল। রোববার মরুর দেশ কাতারে শুরু হচ্ছে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত ও আকর্ষণীয় ইভেন্ট বিশ্বকাপ ফুটবল। ৩২ দেশের এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবল প্রিয় মানুষের উত্তেজনা তুঙ্গে।
গত চার বছর ধরে অপেক্ষার পালা শেষ হবে রোববার বাংলাদেশ সময় রাত ১০ টায়। কাতারের আল বাইত স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক দেশ কাতার এবং লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দল ইকুয়েডর।
এবারের কাতার বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের মানুষ দুই ভাগে বিভক্ত। লিওনেল মেসির আর্জেন্টিনা ও নেইমারের ব্রাজিলকে ঘিরেই যেন এই জনপথের মানুষের সর্বাধিক আগ্রহ। অন্য কিছু দলের সমর্থক থাকলেও তা ব্রাজিল-আর্জেন্টিনার তুলনায় খুবই নগণ্য।
অনেক কষ্ট করে রাত জেগে বিশ্বকাপের এই খেলা দেখার জন্য দর্শক-সমর্থকরাও প্রস্তুতি সেরে ফেলেছে। যার যার প্রিয় দলের পতাকা উত্তোলন আর ব্যানার টানিয়ে বিশ্বকাপকে স্বাগত জানাতে প্রস্তুত ফুটবলপ্রেমীরা। সকলেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই মাহেন্দ্রক্ষণের জন্য।
ফুটবল বাঙালির প্রাণের খেলা। আর সেটা প্রমাণ হয় চার বছর পর বিশ্বকাপ আসলে। বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ যেভাবে উৎসব-আনন্দে মেতে ওঠে তা সত্যিই অবাক করার মতো। নিজেদের দেশ বিশ্বকাপের কাছাকাছি যেতে না পারলেও অন্যদেশের সমর্থন নিয়ে আনন্দের কমতি নেই। এমনকি বিশ্বকাপ চলাকালীন সময়ে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকরা মারামারি পর্যন্ত করে। যা ভিনদেশের গণমাধ্যমে খবরের রসদ জোগায়। আসল কথা, রাত পোহালেই শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল। তাইতো সবার এতো মাতামাতি।
পথে, ঘাটে, অফিস,আদলতের প্রধান আলোচনা এখন শুধুই বিশ্বকাপ। মেসির আর্জেন্টিনা জিতবে, নাকি নেইমারের ব্রাজিল? এছাড়া রোনালদোর পর্তুগালই বা কতদূর গিয়ে থামবে। নাকি এক আসর বিরতি দিয়ে জার্মানি আবার বাজিমাত করবে এই বিশ্ব্কাপ? এসব তর্ক যেন এখন মানুষের মুখেমুখে। এই দলগুলোর বাইরেও ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডকেও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার মানছে অনেকে।
তবে শেষ পর্যন্ত সবচেয়ে দামী এই ট্রফি কাদের হাতে ঘরে উঠবে তা দেখতে অপেক্ষা করতে হবে এক মাস। ১৮ ডিসেম্বর ফাইনালের পরই পাওয়া যাবে কাতার বিশ্বকাপ জয়ী দলটির নাম। স্বাগতিক কাতার বিশ্বকাপ জেতার সম্ভাব্য দেশগুলোর তালিকায় না থাকলেও আয়োজক দল হিসেবে দেশটি কতদূর যেতে পারে সেটিও আলোচনায় রয়েছে।
এশিয়ায় এই দ্বিতীয়বার বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার বিশ্বকাপ হয়েছিল ২০০২ সালে জাপান-কোরিয়ায়। প্রথম এশিয়ায় হওয়া বিশ্বকাপের ট্রফি ছিনিয়ে নিয়েছিল পেলের দেশ ব্রাজিল।
২০১৪ সাল বিশ্বকাপের সর্বাধিক চ্যাম্পিয়ন দেশটি আয়োজক হিসেবে পার হতে পারেনি সেমিফাইনালের গণ্ডি। ফাইনালে ওঠার লড়াইয়ে দেশটি নাস্তানুবুদ হয়েছিল জার্মানির কাছে। শেষ পর্যন্ত জার্মানি প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে লাতিন আমেরিকা থেকে জিতে ফিরেছিল ট্রফি নিয়ে। রাশিয়া বিশ্বকাপে ব্যর্থতার পরিচয় দেওয়া জার্মানিকেও এবার ধরা হচ্ছে অন্যতম ফেবারিট।
উল্লেখ্য, ৩২টি দেশ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৮ গ্রুপে ভাগ হয়ে। এবার ‘এ’ গ্রুপে স্বাগতিক কাতারের সঙ্গে আছে ইকুয়েডর, নেদারল্যান্ডস ও সেনেগাল। ‘বি’ গ্রুপের ইংল্যান্ডের সাথে রয়েছে ওয়েলস, ইরান ও যুক্তরাষ্ট্র। আর ‘সি’ গ্রুপের দলগুলো হচ্ছে-আর্জেন্টিনা, সৌদি আরব, পোল্যান্ড ও মেক্সিকো।
অপরদিকে, ডি-গ্রুপের চার দল হচ্ছে- ফ্রান্স, অস্ট্রেলিয়া, ডেনমার্ক ও তিউনেসিয়া। ‘ই’ গ্রুপে আছে স্পেন, জার্মানি, কোস্টারিকা ও জাপান। এফ- গ্রুপের চার দল হচ্ছে- বেলজিয়াম, কানাডা, মরোক্কো ও ক্রোয়েশিয়া। ‘জি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামরুন। এবং ‘এইচ’ গ্রুপে আছে পর্তুগাল, ঘানা, উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া।