বমি করে টাকা হাতিয়ে নিতেন একটি চক্র। চক্রটির নাম বমি পার্টি । এই চক্রটি বিভিন্ন ব্যাংকে সেবা নিতে আসা গ্রাহকদের উপর নজরদারি রাখে । এরপর গ্রাহকদের একজনকে টার্গেট করে পিছু নেয় এই চক্রের সদস্যরা । টার্গেট গাড়িতে উঠলে তার সঙ্গে ৩- ৪ জন উঠে পড়ে সেই গাড়িতেই । দ্রুত টার্গেটের পাশের সিটে গিয়ে বসে এই চক্রের সদস্যদের একজন । গাড়ি কিছুটা এগোলেই টার্গেটের মুখের উপর বমি করে । টিস্যু দিয়ে বমি পরিস্কারের আড়ালে কৌশলে হাতিয়ে নেয় তার সঙ্গে থাকা টাকা ।
বুধবার কাজীর দেউড়ি থেকে বমি পার্টি চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহ জেলা সদরের মো. আবুল কাশেমের ছেলে মো. রনি মিয়া( ৩০), শফিকুল ইসলাম বাবুলের ছেলে মো. সুমন( ২২) ও মকবুল হোসেনের ছেলে নাঈম আলম( ২২) একই এলাকার মৃত মো. আবুল কাশেমের ছেলে মো. রানা প্রকাশ জিসান( ৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাহেদুল কবির । তিনি বলেন, গত ২১ নভেম্বর দুপুরে কাজির দেউড়ি এলাকায় সিটি বাসের ভেতর সাইফুদ্দিন খালেদ নামে এক ব্যক্তির গায়ে বমি করে বমি পার্টির এক সদস্য । এরপর কৌশলে তার প্যান্টের পকেট থেকে ১ লাখ টাকা নিয়ে যায় । এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে আজ বুধবার কাজির দেউড়ি এলাকায় অভিযানে যায় পুলিশ । ভুক্তভোগীর শনাক্তমতে বমি পার্টির ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয় । এসময় তাদের কাছ থেকে ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে ।