বইমেলার উদ্বোধনে যোগ দিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষার মাসের প্রথম দিনে আজ বুধবার উদ্বোধন হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা-২০২৩। কিছু সময় পরই আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করবেন তিনি। এর মধ্য দিয়ে শুরু হবে ফেব্রুয়ারিজুড়ে মাসব্যাপী এই প্রাণের আসর।
তিন বছর পর এবার সশরীরে হাজির হয়ে বইমেলার উদ্বোধন করতে বাংলা একাডেমি প্রাঙ্গণে এলেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর তিনি সংক্ষিপ্ত ভাষণ দেবেন। উদ্বোধন শেষে বইমেলা ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
গত তিন বছর মহামারি করোনার কারণে প্রধানমন্ত্রী মেলায় উপস্থিত হতে পারেননি। এর আগে প্রতি বছরই সশরীরে হাজির হয়ে বইমেলা উদ্বোধন করতেন সরকারপ্রধান।
এবার বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট জায়গায় বইমেলা অনুষ্ঠিত হতে হচ্ছে। একাডেমি প্রাঙ্গণে ১১২টি প্রতিষ্ঠানকে ১৬৫টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৮৯টি প্রতিষ্ঠানকে ৭৩৬টি স্টল ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বইমেলায় ৩৮টি প্যাভিলিয়ন থাকবে।
বইমেলার সার্বিক বিন্যাসে বেশ পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে, মেট্রোরেল স্টেশনের অবস্থানগত কারণে গতবারের মূল প্রবেশপথ এবার একটু সরিয়ে বাংলা একাডেমির মূল প্রবেশপথের উল্টো দিকে অবস্থিত মন্দিরগেটটি মূল প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হবে।
উল্লেখ্য, গতবারের প্রবেশ পথটি বাহির পথ হিসেবে চিহ্নিত থাকবে। এছাড়া টিএসসি মোড়ে, দোয়েল চত্বর এবং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অংশে আরো ৩টি প্রবেশ ও বাহিরপথ হিসেবে তৈরি থাকবে।