বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের( এনটিআরসিএ) এর তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ভুল চাহিদার কারণে শিক্ষক নিয়োগে পুনঃসুপারিশ পেলেন ২৭৬ জন । এর মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ ও আটজনকে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে ।
মঙ্গলবার এনটিআরসিএ সদস্য( শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) এ বি এম শওকত ইকবাল শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষাপ্রতিষ্ঠানের ভুল চাহিদার কারণে যোগদান করতে পারেননি, যোগদান করেও এমপিওভুক্ত হতে পারেননি, এমপিও পদে আবেদন করে নন- এমপিও পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের কারণে নিয়োগে নিষেধাজ্ঞা থাকায় যোগদান করতে পারেননি এরকম প্রার্থীদের মধ্যে ২৬৮ জনকে নিয়োগ সুপারিশ ও আটজনকে প্রাথমিক নির্বাচনের মাধ্যমে এমপিও পদে প্রতিস্থাপন করা হয়েছে ।
এতে আরও বলা হয়, সুপারিশপ্রাপ্ত প্রার্থী, প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে এসএমএসের মাধ্যমে জানানো হয়েছে । সংশ্লিষ্ট প্রার্থীকে স্ব স্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এনটিআরসিএর ওয়েবসাইটেরwww.ntrca.gov.bd তৃতীয় গণবিজ্ঞপ্তি সেবাবক্সের প্রতিস্থাপন মেন্যুতে অথবা সরাসরিngiresult.teletalk.com.bd Link- এ Click করে ফলাফল দেখতে পাবেন ।
সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা ওই লিংক থেকে নিয়োগ সুপারিশপত্র ডাউনলোড করে প্রিন্টেড কপি নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে সুপারিশপত্রে উল্লিখিত তারিখের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো ।