নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান( ৪৫) ও ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি হাবিবুর রহমান বিশ্বাসকে( ৬১) গ্রেপ্তার করেছে নড়াইল সদর থানা পুলিশ ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার( ৭ ডিসেম্বর) দুপুরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জেলা যুবদল সভাপতি মশিয়ার রহমান নড়াইল সদরের আউড়িয়া পূর্ব পাড়া গ্রামের মৃত ইসহাক মোল্যার ছেলে । এবং ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বাস ওই ইউনিয়নের মীরা পাড়া গ্রামের মৃত তোকাম বিশ্বাসের ছেলে ।
জানতে চাইলে, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, চলতি বছরে নড়াইল সদরের মালিবাগ মোড়ে নাশকতার একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।