জামালপুরে স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে পুলিশে চাকরি দেয়ার নামে প্রতারণা করে ৫ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রকিবুল ইসলাম সোহান (৫৫) নামে এক প্রতারকের বিরুদ্ধে।
শনিবার (৪ মার্চ) সকালে প্রতারককে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি থেকে ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত রকিবুল ইসলাম সোহান রংপুর জেলার গাংছড়া থানার আলোকিশামত গ্রামের মৃত শহিদুল রহমানের ছেলে। সে জামালপুরের কেন্দুয়া ইউনিয়নের নারিকেলি এলাকার জনৈক ছানোয়ার হোসেনের বাড়িতে ভাড়া থাকতো।
প্রতারিত যুবকের নাম গফুর মিয়া (২০)। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার কড়ইতলা গ্রামের নাদের মণ্ডলের ছেলে।
প্রতারণার এ ঘটনায় তার বাবা নদের মন্ডল বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্য দুই আসামি হলো— প্রতিবেশী মৃত গোলা হোসেনের ছেলে আবু সামা (৩৫) ও মৃত সেকান্দর আলীর ছেলে মোঃ খোকন (৫০)।
মামলার বাদী নাদের মণ্ডল গণমাধ্যম কে জানান, তাঁর চার ছেলের মধ্যে তিনজন দিনমজুর ও দর্জির কাজ করেন। এরমধ্যে এক ছেলে গফুর মিয়াকে কষ্ট করে পড়াশোনা করিয়েছেন। প্রতারকচক্র স্বরাষ্ট্র ও সমাজকল্যাণমন্ত্রীর নাম ভাঙিয়ে ছেলেকে পুলিশে চাকরির প্রতিশ্রুতি দেয়। তারা মিষ্টি কথায় ভুলিয়ে অনেক কষ্টে জমানো ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর সে চাকরি দিতে পারেনি, বরং টাকা নেয়ার কথা অস্বীকার করে আসছে।
এবিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ বলেন, চাকরি দেয়ার নামে প্রতারণা করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনা জানার পর প্রধান প্রতারক রকিবুল ইসলাম সোহানকে তার ভাড়া বাসা থেকে ৫ লাখ টাকাসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত প্রতারক রকিবুল ইসলাম সোহানকে আদালতে সোপর্দ করা হয়েছে।