খুলনায় একুশে বইমেলায় ৮২টি স্টলে প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) মাসব্যাপী অমর একুশে বইমেলার সমাপনী দিনে মেলা আয়োজক কমিটি এ তথ্য জানিয়েছেন।
এদিন বিকেলে বয়রাস্থ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রাঙ্গণে বইমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সমাপনী অনুষ্ঠানের দিন প্রধান অতিথির বক্তব্যে খুলনার বিভাগীয় কমিশনার মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, ‘জ্ঞান অর্জন করতে হলে বই পড়তে হবে। মন দিয়ে বই পড়লে জ্ঞানী হওয়া যায়। বই আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে। বই প্রজ্ঞাবান মানুষের জীবনে অন্যতম অনুষঙ্গ। এ বছর মেলায় বেশি বই বিক্রি হয়েছে কারণ বইয়ের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে । তিনি নতুন প্রজন্মকে বেশি বেশি করে বই পড়ায় উৎসাহ দিতে অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান জানান।’
অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল ক্যাটাগরিতে তিনটি স্টল প্রতিনিধিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল। এছাড়া বক্তব্য রাখেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মো. ইউসুপ আলী।
মাসব্যাপী আয়োজিত খুলনায় একুশে বইমেলায় আলোচক হিসেবে ছিলেন সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।