বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পাওয়া কণ্ঠশিল্পী আকবর মারা গেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আকবরের স্ত্রী কানিজ ফাতেমা তার স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
কানিজ ফাতেমা বলেন, মানুষটাকে ধরে রাখতে পারলাম না। অবশেষে আমাদের ছেড়ে একেবারে পরপারে চলেই গেল। সবাই দোয়া করবেন তার জন্য।
প্রায় দুই সপ্তাহ ধরে আকবর হাসপাতালে ভর্তি ছিলেন। রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে ছিলেন তিনি। অবস্থার অবনতি হওয়ায় ৯ নভেম্বর সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
আকবরের দুটি কিডনিই নষ্ট হয়ে যায়। পরে শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়। অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়। পা কাটার পর তার কিডনি ও লিভারের সমস্যা আরও বেড়ে যায় বলে জানান তার স্ত্রী কানিজ ফাতেমা। এর আগে কয়েক দফা ভারতে চিকিৎসা হয় তার। পা কেটে ফেলার আগেও ভারতে তার চিকিৎসার জন্য নেয়ার চেষ্টা চলছিলো।
দীর্ঘদিন ধরে মারাত্মক অসুস্থ কন্ঠশিল্পী আকবর আলী গাজী ডায়াবেটিস ও কিডনির জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
যশোর শহরের রিক্সা চালক থেকে হানিফ সংকেত এর ‘ইত্যাদি’র মাধ্যমে দেশ বিদেশে গায়ক হিসেবে পরিচিতি পান কণ্ঠশিল্পী আকবর। ইত্যাদিতে তার গাওয়া গান ‘একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, ফিরবে না সেতো আর কারও আকাশে’, কিশোর কুমারের এই গানটি গেয়ে জনপ্রিয়তা পান তিনি। ঠিকিই পাখি উড়ে গেলো।