ওবায়দুল কাদের বললেন
ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য রাখছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বললেন, খেলা হবে বিএনপির বিরুদ্ধে। বিএনপি ক্ষমতায় গেলে দেশসুদ্ধ গিলে ফেলবে। তিনি বলেন, যারা দেশের ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে খেলা হবে।

শনিবার ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রাজধানীর শেরেবাংলা নগরের পুরনো বাণিজ্য মেলার মাঠে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আন্দোলনে ‘খেলা হবে’। নির্বাচনে ‘খেলা হবে’। ভোট চুরির বিরুদ্ধে ‘খেলা হবে’। ভোট জালিয়াতির বিরুদ্ধে খেলা হবে। আরো খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে। যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, তাদের বিরুদ্ধে এই খেলা হবে। এছাড়া খেলা হবে প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে। বিএনপি স্বাধীনতার আদর্শ গিলে ফেলেছে। তারা ক্ষমতায় যেতে পারলে দেশসুদ্ধ গিলে ফেলবে।

এসময় দেশবাসীর উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সাবধান, বিএনপি থেকে সাবধান! ধনীদের বাড়ির সামনে সাইনবোর্ড লেখা থাকে কুকুর থেকে সাবধান। আর আমরা বলি, আপনারা বিএনপি থেকে সাবধান!
বিএনপি কে উদ্যেশ্য করে সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়কের ভূত মাথা থেকে নামিয়ে ফেলুন। সেটা আর কখনো হবে না। আদালত তত্ত্বাবধায়ক সরকারকে মিউজিয়ামে পাঠিয়েছে অনেক আগেই। আমাদের দোষ নেই। আমরা তো আর নিষিদ্ধ করিনি।

বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে যাবে বলে মনে করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ইচ্ছা হলে নির্বাচনে আসবে, না এলেও নির্বাচন হবে। বিএনপি বলছে, তারা না-কি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না! যাবে, যাবে। উদহারণ দিয়ে বলেন, গাধা পানি ঘোলা করে খায়। সময় আসলেই দেখা যাবে বিএনপি নির্বাচনে যায় কি না যায়।

রংপুরে আয়োজিত বিএনপির গণসমাবেশের প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরো বলেন, রংপুরে বিএনপির সমাবেশে তিনদিন আগে থেকে লোকজন না-কি মঞ্চে শুয়ে আছেন। বাড়ির ছাদে শুয়ে আছেন। মাঠে শুয়ে আছেন, রাস্তায় শুয়ে আছেন। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুয়ে আছেন টাকার বস্তার ওপর। সমাবেশের নামে বিদেশ থেকে টাকা আসছে। আর তারা টাকার ওপর শুয়ে আছেন।

তিনি আরও বলেন, বিএনপির সমাবেশে ক’জন লোক হয়েছে তা আমরা দেখেছি। আর আজ শুধু ঢাকা জেলা আওয়ামী লীগের এই সম্মেলনে কত লোকজন হয়েছে তা দেখে যান। ফখরুল সাহেব দেখে যান, আপনাদেরটায় কত লোক, আর আমাদেরটায় কত হয়েছে। এখানে আমাদের নেত্রী নেই। তারপরও কত লোক হয়েছে।