আগামী বছরের এসএসসির ফরম পূরণ শুরু হবে ১৮ ডিসেম্বর। রোববার ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আগামী ৪ জানুয়ারির মধ্যে শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করতে বলা হয়েছে।

ফরম পূরণ শেষ হলে আগামি ৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ফি জমা দিতে হবে।

এবার ফরম পূরণের জন্য বিজ্ঞান বিভাগে ধরা হয়েছে ২ হাজার ১৪০ টাকা। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ধরা হয়েছে ২ হাজার ২০ টাকা।

যারা নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হবে তারা ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে এসএসসির ফরম পূরণ করতে পারবে। আর সেক্ষেত্রে অবশ্যই ১০ জানুয়ারির মধ্যে বিলম্ব ফি জমা দিতে হবে এমনটি জানানো হয়েছে।