চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার কমেছে। গতবার এই পাসের হার ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এবার পাসের হার ৯০ শতাংশের কম। পাসের হার কমলেও উল্লেখযোগ্যভাবে বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা।

গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। কিন্তু জিপিএ-৫ গতবারের থেকে কত বেড়েছে তা এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। শিক্ষা প্রশাসনের একাধিক সূত্র গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এবার এসএসসির মোট পরীক্ষার্থী ছিলেন ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এবার এসএসসি ও সমমানে পাসের হার কমেছে। তবে, জিপিএ-৫ বেড়েছে উল্লেখযোগ্য হারে।

বেশ কয়েক বছর ধরে দেশে ফেব্রুয়ারিতে মাধ্যমিকের পরীক্ষা হয়ে আসছিলো। কিন্তু কোভিড পরিস্থিতিতে গত দুই বছর এসএসসি পরীক্ষার সময় পিছিয়েছে। চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিলো। চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। গতবছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন।