এমসিসির আজীবন সদস্যপদ পেয়ে আপ্লুত মাশরাফি

অনলাইন ডেস্ক: দৈনিক শিক্ষাবার্তা।

0
323
এমসিসির আজীবন সদস্যপদ

ক্রিকেটের যত আইনকানুন রয়েছে তার অভিভাবক সংস্থা হচ্ছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এমসিসির আজীবন সদস্যপদ পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আর সম্মানসূচক এই সদস্যপদ পেয়ে বেশ আপ্লুত মাশরাফি।

এবার মাশরাফিসহ মোট ১৯ জনকে সম্মাননাসূচক সদস্যপদ দিল অভিজাত এই প্রতিষ্ঠানটি।

এমসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই ঘোষণা দেয়। মাশরাফি বিন মুর্তজা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মাননা পেলেন। ২০০৩ সালে এই সম্মান পান সাবেক বিসিবি সভাপতি সাবের হোসেন চৌধুরি।

এমসিসি লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে ক্রিকেট মাঠে প্রভাব বিস্তারকারী বোলিং অলরাউন্ডার হিসেবে ১৯ বছরের ক্যারিয়ার উপভোগ করেছেন মাশরাফি বিন মুর্তজা।’

বিশ্ব ক্রিকেটের এই অভিজাত সংস্থা থেকে সম্মান পেয়ে দারুণভাবে আপ্লুত মাশরাফি। তিনি বললেন, বাংলাদেশ ক্রিকেটের জন্যও এটি অত্যন্ত সম্মানের।

মাশরাফি তার ফেসবুক পেজে লিখেছেন, আমি মনে করি এমসিসি’র সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া আমার ক্রিকেট জীবনের অন্যতম বড় প্রাপ্তি। মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে, কেভিন পিটারসেন, যুবরাজ সিং, ডেল স্টেইন, রস টেইলর, ওয়েন মর্গ্যানের মতো গ্রেটদের সঙ্গে এই তালিকায় থাকতে পারা আমার ও আমার ভক্তদের জন্য আনন্দের। বাংলাদেশের ক্রিকেটের জন্যও এটি একটি স্বীকৃতি। সবার কাছে আমি দোয়াপ্রার্থী, যেন সামনেও বাংলাদেশ ক্রিকেটের সম্মান ও মর্যাদা ধরে রাখতে পারি।

এমসিসির আজীবন সদস্যপদ পাওয়ায় মাশরাফি বিন মুর্তজা কে অভিনন্দন জানিয়েছে বিসিবি।

উল্লেখ্য, ৮টি টেস্ট খেলুড়ে দেশের মোট ১৭ জন নারী ও পুরুষ ক্রিকেটারকে এবার আজীবন সদস্যপদ দেওয়া হয়েছে। এছাড়া ক্রিকেটে অবদান রাখার জন্য নন প্লেয়িং ক্যাটাগরিতে পেয়েছেন আরও দুই জন।

বাংলাদেশের মাশরাফি ছাড়া ভারত ও ইংল্যান্ড থেকে পাঁচ জন, নিউ জিল্যান্ড থেকে দুই জন এবং অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা থেকে রয়েছেন এক জন করে।

এই তালিকার উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন- মহেন্দ্র সিং ধোনি, ঝুলন গোস্বামি, মোহাম্মদ হাফিজ, ওয়েন মরগ্যান, কেভিন পিটারসেন, মিতালি রাজ, যুবরাজ সিং, ডেল স্টেইন, সুরেশ রায়না ও রস টেইলরের মতো ক্রিকেটাররা।